May 20, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : পূর্ত দপ্তরের পরিত্যক্ত গোডাউনে আগুন

শিলিগুড়ি , ২৯ মার্চ : অগ্নিকান্ডের ঘটনা ফের শহরে । এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়ির এয়ারভিউ মোড় সংলগ্ন এলাকার পূর্ত দপ্তরের গোডাউনে । বুধবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর শিলিগুড়িতে । যদিও ঘটনার কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা । তবে ততক্ষণে অবশ্য গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায় । যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় । সেক্ষেত্রে সবদিক খতিয়ে দেখছে দমকলের কর্মীরা।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে এয়ারভিউ মোড় এলাকার ওই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা । দ্রুত খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। একে একে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । অন্যদিকে , ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে , পূর্ত দপ্তরের ওই গোডাউনটি বর্তমানে খালি পরিত্যক্ত অবস্থায় ছিল । মাঝেমধ্যে সেখানে শ্রমিকরা থাকতেন ওই গোডাউনে । এ

বিষয়ে শিলিগুড়ি অগ্নিনির্বাপণ কেন্দ্রের সাব অফিসার রণবীর চৌধুরী বলেন , ‘আগুন কিভাবে লেগেছিল তা সঠিক বলা সম্ভব নয় এখনই কারণ আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। দমকলের দুটি ইঞ্জিন একযোগে কাজ করে । প্রায় ৩৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

স্থানীয় বাসিন্দা অক্ষয় চক্রবর্তী বলেন , ‘দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। নইলে বড় ধরণের ক্ষতি হয়ে যেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status