December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Fire : আগুনে ক্ষতিগ্রস্ত ঘর

শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অশোকনগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । জানা গেছে একটি কাঠের উনুনে রান্না করার সময় হঠাৎ আগুন লাগে | অগ্নিকাণ্ডের জেরে পুরো বাড়িটি ভস্মীভূত হয় । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন । দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি এবং এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি | তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে ঘটনাস্থলে আসেন মেয়র গৌতম দেব | তিনি জানান , আজ সকালে ৩২ নং ওয়ার্ডের অশোক নগরের একটি বাড়িতে রান্না করার সময় অসাবধানবশত আগুন লেগে যায় । ঘরটির ক্ষয়ক্ষতি হয়েছে । গৃহকর্তার সঙ্গে কথা বলেন তিনি । শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য করা হবে বলেও জানান মেয়র | এছাড়া হাউজিং ফর অল প্রকল্পের আওতাভূক্ত করার ব্যবস্থা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *