May 20, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : পথ ভুলে লোকালয়ে হাতি , প্রচুর মানুষ রাস্তায়

শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারী : সাত সকালে দাপিয়ে বেড়াল একটি বুনো হাতি ।
শনিবার সকাল বেলা ফুলবাড়ী ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যদিও এখনও পর্যন্ত হাতির আক্রমণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । তবে হাতিটি ইতিমধ্যে আশ্রয় নিয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পাশে ভোলা মোড় আরপিএফ এর ৪ নম্বর ব্যাটেলিয়ানের ভিতরে ।


হাতি লোকালয়ে চলে আসার খবর পেয়ে আসে শিলিগুড়ি ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা । তারা ইতিমধ্যে হাতিটিকে নজরে রাখতে শুরু করেছেন । মনে করা হচ্ছে হাতিটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে খাবারের খোঁজে । দিনের আলো ফুটতেই পথ ভুলে আর জঙ্গলে ফিরতে পারেনি । তবে বন কর্মীরা নজর রাখছে এবং সন্ধ্যা নাগাদ তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে বনদপ্তর সূত্রে খবর ।

ইতিমধ্যে লোকালয়ে বড় হাতি চলে এসেছে খবর শুনে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন হাতি দেখতে । এই খবর লেখা পর্যন্ত হাতিটি রয়েছে টি পার্ক সংলগ্ন আরপিএফ এর ৪ নম্বর ব্যাটেলিয়ানের ভিতরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status