December 4, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : হাতির হানায় মৃত্যু মহিলার

শিলিগুড়ি , ১৪ জুন : শিলিগুড়ি শালুগারা বৈকণ্ঠপুর ফরেস্টে কাছে হাতির হানায় মৃত্যু মহিলার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সকালে বেদগাড়া এলাকার এক মহিলা শালুগারা বৈকণ্ঠপুর জঙ্গলে গরু খুঁজতে বেড়িয়ে ছিল | সে সময় হাতির মুখোমুখি হয়ে পড়ে যায় ওই মহিলা। প্রাণে বাঁচার চেষ্টা চালালেও প্রাণে বাঁচতে পারলেন না সেই মহিলা।

তাকে খুঁজতে জঙ্গলে স্থনীয়রা গেলে সেই মহিলার মৃতদেহ দেখতে পায় | খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশ ও বনদপ্তরকে । খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরে কর্মীরা সেই মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ময়নাতদন্ত এর জন্য পাঠায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *