September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : বাড়িতেই চলছিল নেশার আসর , এলাকাবাসীরা উদ্ধার করল সামগ্রী

শিলিগুড়ি , ২৬ ডিসেম্বর : অম্বিকানগরে রমরমিয়ে চলছে নেশার আসর , ক্ষিপ্ত এলাকাবাসী |

এলাকায় রমরমিয়ে চলছে নেশার আসর , ঘটনায় রীতিমত ক্ষিপ্ত এলাকাবাসী । অম্বিকানগর এলাকার এক বাসিন্দার বাড়িতে দিন রাত বসছে নেশার আসর বলে অভিযোগ । এমনকি রমরমিয়ে চলছে মাদকের ব্যাবসা । প্রতিদিন এই মাদক সেবনকারীরা জড়ো হচ্ছেন ওই বাড়িতে । আর তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীদের জীবন । বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেদের আনাগোনা লেগেই থাকে বাড়িটিতে বলে অভিযোগ এলাকাবাসীদের ।

এমনকি এলাকার মহিলাদের ও হেনস্থা করা হয় । প্রতিবাদ করতে গেলে জুটছে প্রাণনাশের হুমকি । সোমবার রাতে এলাকাবাসীরা দ্বারস্থ হন এলাকার পঞ্চায়েত বাদল দাসের । খবর পাওয়া মাত্রই পঞ্চায়েত বাদল দাস ঘটনাস্থলে উপস্থিত হন । বাদল দাসের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রচুর নেশার জন্য ব্যবহৃত ইনজেকশন , গাঁজার প্যাকেট উদ্ধার হয়।

এরপরেই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে । এলাকার বাসিন্দারা জানান , এলাকার শান্তি ভঙ্গ হচ্ছে এই নেশার উপদ্রবের জন্য। তারা দাবি তোলেন বাড়িটি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তবে এই বিষয়ে পঞ্চায়েত বাদল দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেন এবং এলাকাবাসীদের পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *