October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Regulated Market : রেগুলেটেড মার্কেটের বেআইনি নির্মাণ নিয়ে সুর চড়াল দিলীপ বর্মন

শিলিগুড়ি , ১৯ মার্চ : শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের একপাশে তৈরি হচ্ছে একটি বেআইনি বিল্ডিং এমনটাই অভিযোগ করলেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন । তার বক্তব্য দীর্ঘদিন ধরে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে জমি এবং স্থায়ী দোকান নিয়ে একটি সমস্যা আছে । হঠাৎ করে কে বা কারা প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে কাগজ বানিয়ে নিয়ে এসে , এখানে অবৈধভাবে বিল্ডিং তৈরি করছে বলে অভিযোগ তুলে সরব হন কাউন্সিলর ।

এই বিল্ডিং এর কোনরকম প্ল্যান নেই । তিনি এও বলেন , “কলকাতার গার্ডেনরিচে বিল্ডিং ভেঙ্গে মানুষকে প্রাণ হারাতে হয়েছে । এই এলাকাতে এমন ঘটনা ঘটলে তার দায় কে নেবে ? মানুষ আমাকে দেখে ভোট দিয়েছে, মানুষের দায়ভার তো আমার” । এর আগেও আমরা একাধিক মন্ত্রী কে জানিয়েছি । তারা এসেছেন দেখেছেন এবং কাজ বন্ধ রাখতে বলেছেন।

কিন্তু নির্বাচন ঘোষণা হতেই অদৃশ্য কারও মদতে এরা এ ধরনের বেআইনি নির্মাণের কাজ শুরু করে দেয় । এলাকার মানুষের হয়ে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ঘটনার উপযুক্ত তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *