September 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : আশা কর্মীদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে অবরোধ

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : কলকাতায় গতকাল আন্দোলনরত আশা কর্মীদের উপর পুলিশি আক্রমন এবং গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়ির হাসমিচক অবরোধ করে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা ।

গতকাল মুখ্যমন্ত্রীর কাছে আশা কর্মীরা তাদের সমস্যার কথা জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের বলে অভিযোগ । কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনও পুলিশ হেফাজতে । আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি ।

এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক থেকে মিছিল সংগঠিত করে হাসমিচক মোড়ে এসে পথ অবরোধ সামিল হয় তারা। বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে ।

সংগঠনের সভানেত্রী সরস্বতী মুখার্জি জানান , আশা কর্মীরা নিষ্ঠার সঙ্গে লাগাতার তাদের পরিষেবা দিয়ে চললেও খুব সামান্য পারিশ্রমিক তারা সরকারের পক্ষ থেকে পান | যা দিয়ে সংসার চালানো দায় হয়ে উঠে । অবিলম্বে কেন্দ্র বা রাজ্য সরকারের তাদের নিয়ে ভাবা উচিত , না হলে আশা কর্মীরা তাদের দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

যদিও বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের উত্তর মেলেনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *