December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

BJP : পানীয় জল পরিষেবার দাবি

শিলিগুড়ি , ৩ জানুয়ারী : আবাস যোজনা , পানীয় জল পরিষেবা সহ মোট ১২ দফা দাবিতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি দিল ব্লক বিজেপি ।
মঙ্গলবার নকশালবাড়ি থেকে একটি মিছিল করে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয় ।


এই বিষয়ে বিজেপির সহ সভাপতি মনোরঞ্জন মন্ডল জানান , যারা দ্ররিদ্র তাদের নাম বাদ দেওয়া হয়েছে আবাস যোজনা থেকে । এমনকি যারা বিজেপি করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে । গরীব মানুষরা ঘর না পেলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতারা । পাশাপাশি বিভিন্ন স্থানে জল প্রকল্প বাস্তবায়ন ও রাস্তার দাবি ও করা হয় দলের পক্ষ থেকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *