October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Police cese : সেতুর নিচের ঝোপঝাড় থেকে উদ্ধার মহিলার দেহ

শিলিগুড়ি , ২১ মে : শিলিগুড়িতে উদ্ধার এক মহিলার মৃতদেহ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত শপিংমল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড় থেকে ওই দেহ উদ্ধার হয় ।

মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে , ওই মহিলার কোন আত্মীয় পরিজন কিংবা বাড়িঘর কিছুই নেই । কবিতা নামে সে পরিচিত ছিল । কুরানির কাজ করেই সে নিজের খাবার জোগাড় করত ।

স্থানীয় সূত্রে খবর , আজ ভোরে স্থানীয় এক যুবক ওই মহিলার দেহ দেখতে পান । এরপর তিনি খবর দেন স্থানীয়দের । এরপর স্থানীয় বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় পুলিশে । মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে । এরপর ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *