November 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Sports : টি টোয়েন্টি টুর্নামেন্টের স্বাদ এবার শিলিগুড়িতে

শিলিগুড়ি , ২৮ এপ্রিল : শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফিরল খেলা। এবার ১-৭ মে হবে আইপিএলের ধাঁচে ফ্লাড লাইটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অসম, ঝাড়খণ্ড ও রেলের দল মিলিয়ে ৮টি ক্রিকেট দল অংশ নেবে। শহরের ক্রিকেট চ্যাম্পিয়ন ক্লাব স্বস্তিকা যুবক সঙ্ঘের তরফে খেলার আয়োজন করা হয়েছে। সহযোগিতা করছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন মেয়র গৌতম দেব।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এখন শিলিগুড়ি পুরসভার নিয়ন্ত্রণে রয়েছে। মেয়র গৌতম দেব বলেন, “নতুন করা মাঠে আর গানের অনুষ্ঠান আর হচ্ছে না। খেলার আয়োজন করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে রাতের ক্রিকেট হচ্ছে ।” গত বছরও স্টেডিয়ামে রাতের ক্রিকেট করা হলেও এইবার প্রথম আইপিএলের ধাঁচে করার চেষ্টা শুরু হয়েছে।

বড় স্ক্রিন, মিউজিক সিস্টেম, চিয়ার লিডার, রঙিন জার্সি, মাঠের চারপাশে আলোর ব্যবহার করা হচ্ছে । জয়ী দলের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার সহ নানা প্রাইজমানি রয়েছে । শহরের হিলকার্ট রোড, বিধান রোডে মাইকিং করে খেলার প্রচার শুরু হবে। ২০২২ সালের ১১ ডিসেম্বর শেষবার স্টেডিয়ামে সুপার ডিভিশন ফুটবলের ফাইনালে ফ্ল্যাড লাইটের ব্যবহার হয়েছে। টি টোয়েন্টি টুর্নামেন্টটি সফল করতে গত সোমবার শহরের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের নিয়ে বৈঠক হয়েছে। একটি টেকনিক্যাল কমিটিও তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *