September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Christmas : বড়দিনে সন্ধ্যাকালীন জয় রাইডের আনন্দ নিন !

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষ্যে অতিরিক্ত টয় ট্রেন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । পাশাপাশি সমতলেও সান্ধ্যকালীন জয়রাইড চালানো হবে । পর্যটকদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । সান্ধ্যকালীন টয় ট্রেন ভ্রমণ করতে পারবেন স্থানীয় বাসিন্দারাও পাশাপাশি পর্যটকরা । এই মুহুর্তে দার্জিলিং থেকে ঘুম ৮ টি জয়রাইড চলছে । তবে বড়দিন ও নিউ ইয়ারের কথা মাথায় রেখেই বাড়তি আরও ৪ টি জয় রাইড দিচ্ছে হিমালয়ন রেলওয়ে ।


বড়দিনের ছুটিতে প্রতিবছর পাহাড়ে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা । এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না । কারণ ইতিমধ্যে পাহাড়ে আসার জন্য বুকিং ও শুরু হয়ে গিয়েছে । এই খবর পাওয়া মাত্রই রেল বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত । যারা দার্জিলিং যাবেনা তাদের সুবিধার্থে সমতলেও টয় ট্রেন জয়রাইডের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৩, ২৪, ২৫, ২৬ সহ ৩০, ৩১ ডিসেম্বর ও ১ , ২ জানুয়ারী শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত সান্ধ্যকালীন টয় ট্রেন চালানো হবে । এই জয়রাইডের ভাড়া ১ হাজার ২০০ টাকা । সব মিলিয়ে পর্যটকদের সুবিধায় প্রস্তুত হিমালয়ান রেল |





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *