December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

East Bengal : ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ দীপক দাসের জন্মদিন পালন

শিলিগুড়ি , ১৩ অগাস্ট : ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ দীপক দাস সকলে যাকে ডাকে পল্টুদা বলে , সেই পল্টুদার ৮৫ তম জন্মদিন ধূমধামের সঙ্গে পালন করল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব।

মঙ্গলবার স্টেডিয়ামে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে পতকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠিনের সূচনা করে । ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সচিব অনুপ বসু সহ উপস্থিত সকলে দীপক দাসের ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজকের দিনটিকে স্মরণীয় রাখতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয় । এই বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সচিব অনুপ বসু | তিনি জানান ,পল্টুদা ইস্টবেঙ্গল ক্লাবের মূল কারিগর । তার জন্মদিনকে স্মরণীয় রাখতে শহরের একাধিক ক্যাম্প কে ফুটবল দেওয়া হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *