Oxygen : টানেলে আটকে থাকা মানিক শোনালেন ১৮ ঘন্টা অক্সিজেন না পাওয়ার কথা
শিলিগুড়ি , ১ ডিসেম্বর : উত্তরকাশির সিলকাওয়ারা বারকৌট টানেল আটকে থাকা কোচবিহার জেলার তুফানগঞ্জের বরলামপুরের শ্রমিক মানিক তালুকদার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান । এদিন দুপুরে বিমান বন্দরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষ ও হাজির হন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , যে মানিক […]