November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Reading : শিশুদের পঠন পাঠনের সাহায্যে ‘পাঠ উৎসব’

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : শিশুদের সুউচ্চারন ও পঠন পাঠনে পারদর্শী হয়ে উঠতে “পাঠ উৎসব” অনেক সহযোগী ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করলেন প্রাথমিক চেয়ারম্যান দীলিপ রায় ।


স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ উৎসব বা মেলা আয়োজিত হল সূর্যসেন প্রাথমিক বিদ‍্যালয়ে । করোনাকালে সব কিছুর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে সেই ঘাটতি মেটাতে শিক্ষা দপ্তরের বিশেষ উদ্দ‍্যোগ “পাঠ উৎসব”। আজ সূর্যসেন প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এক অনুষ্ঠানের মধ্যে কঁচিকাঁচা ছাত্র-ছাত্রীদের মধ‍্যে বই পড়ার সু অভ‍্যাস করার পরামর্শ দেওয়া হয়।

আজকের এই অনুষ্ঠানে প্রাথমিক সংসদের আধিকারিক , প্রক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস সহ ওর্য়াড কাউন্সিলর লক্ষ্মী পাল উপস্থিত ছিলেন । সকল অতিথিদের বক্তব্যে একটি কথা উঠে আসে যে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে সঠিক পঠনপাঠন প্রয়োজন এর জন‍্য পাঠ‍্য পুস্তক ভালো ভাবে রিডিং পড়া দরকার ।

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দীলিপ রায় জানান , পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্দ‍্যোগ শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করবে । তাই পঠন পাঠনে যে ক্ষতি হয়েছে তা এই ধরনের অনুষ্ঠানের মধ‍্যে শিশুরা তাদের সেরাটা দিতে পারবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *