শিলিগুড়ি , ১৩ জানুয়ারী : ভূমিপুত্র প্রসঙ্গে এবার কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পাশে দাঁড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । ভূমিপুত্র হলে পাহাড়ের সমস্যা বুঝবে । আগামীতে কোন প্রার্থীর বিষয়ে প্রয়োজনে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে আলোচনা করা হবে বলে জানালেন বিমল গুরুং ।
শুক্রবার দার্জিলিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন , “বিষ্ণুপ্রসাদ শর্মা আগে আমাদের দলে ছিলেন । এখন বিজেপির বিধায়ক। পাহাড়ের উন্নয়নে সবাইকে এক হয়ে আলোচনা করতে হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি বিষ্ণুপ্রসাদ শর্মা জানিয়েছেন, এবার যদি বিজেপি বহিরাগত কাউকে প্রার্থী করে তবে তিনি নিজে তার বিরুদ্ধে লড়বেন। এবার সেই ইস্যুতেই বিধায়কের পাশে দাঁড়ালেন বিমল গুরুং।
এদিকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছেন বিমল গুরুং। খুব দ্রুত কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। তিনি বলেন, “২০২৪ এর লোকসভা নির্বাচনে পাহাড়ের ইস্যুকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিৎ নয় । কিন্তু মোর্চার অবস্থান কী হবে সেটাও চূড়ান্ত হয়নি।”