October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Investigation : কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১ অগাষ্ট : গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের ফের সাফল্য কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ২ ।
গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে দুই ব্যক্তিকে সোনা সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা।

ধৃতরা বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা থেকে সোনা গুলি নিয়ে শিলিগুড়িকে করিডর বানিয়ে দিল্লিতে পাচারের ছক্কা কষেছিল । ধৃতদের নাম নিজামুদ্দিন ও আনসুরাল খান । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ২ কেজি ৩৫৫ গ্রাম । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৬৭০ টাকা ।

আজ ধৃতদের কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *