October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Crime : যৌথ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ৫ মে : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ৮০০ গ্রাম ব্রাউন সুগার । ঘটনায় এক মহিলা সহ চার জনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ SOG এর কাছে গোপন সূত্রে খবর আসে একটি TC নম্বরের ছোট চার চাকার গাড়িতে করে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে । সেই খবর পেয়ে SOG বাগডোগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভুট্টাবাড়ি এলাকাতে ঘাঁটি গাড়ে । গাড়িটি ভুট্টা বাড়িতে এসে পৌঁছলে গাড়িটিতে অভিযান চালালে উদ্ধার হয় এই ব্রাউন সুগার।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয় । ধৃত হল উত্তরা বিশ্বাস , সঞ্জয় বিশ্বাস , বিক্রম বাগচী ও অরুন মন্ডল । পুলিশ সূত্রে জানা গিয়েছে , উত্তরা বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস সম্পর্কে স্বামী-স্ত্রী । তাদের বাড়ি শিলিগুড়িতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রায় । তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *