November 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ মার্চ : ব্রাউন সুগার সহ এক জনকে গ্রেপ্তার করল খালপাড়া আউট পোষ্টের পুলিশ । গতকাল গোপন সূত্রের খবর পেয়ে ডাঙ্গিপাড়া রেলগেটের সামনে ঘোরাফেরা করতে থাকা এক যুবককে আটক করে টহলদারি পুলিশ | তল্লাশি চালালে পকেট থেকে উদ্ধার করা হয় ৫৭ গ্রাম ব্রাউন সুগার |

অভিযুক্ত কৈলাস সাহানিকে গ্রেপ্তার করে খালপাড়া টাউন আউট পোস্টের পুলিশ | ধৃত ব্যাক্তির বাড়ি টিকিয়াপাড়া এলাকায় | আজ কৈলাস সাহানিকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *