October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার ২ নেপালের বাসিন্দা

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : খড়িবাড়ির পানিট্যাঙ্কি বাজার থেকে বিপুল পরিমাণে মাদক সহ গ্রেপ্তার ২ নেপালের বাসিন্দা । খড়িবাড়ি ভারত – নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কির নিউ মেচি মার্কেটে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ২০৫ গ্ৰাম ব্রাউন সুগার সহ আটক ২ নেপালের বাসিন্দাকে গ্রেপ্তার করে ।

ধৃতরা হল প্রবীন মাঝি (২১) ,গঙ্গা প্রসাদ মগর (২১) । ধৃত দুই জনেই নেপালের বিত্তামোড়ের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবর নেপাল নম্বর একটি স্কুটিকে আটক করে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ২০৫ গ্ৰাম ব্রাউন সুগার , নেপালি প্রায় ৯ হাজার টাকা উদ্ধার হয় । ধৃতদের আটক করে খড়িবাড়ি থানার নিয়ে আসা হয় ।

আটক স্কুটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *