December 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : উদ্ধার পিস্তল , গ্রেপ্তার রিক্সা চালক সহ দুই

শিলিগুড়ি , ৬ মার্চ : শিলিগুড়ি থানার পানিট‍্যাংকি আউটপোস্টের পুলিশ গতকাল ১০ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে | তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তল ও এক রাউন্ড গুলি | মহানন্দা নদীর চরে সূর্যসেন পার্কের পাশে গতকাল রাতে বসেছিল ২ যুবক ।

মঙ্গলবার গভীর রাতে পানিট্যাংকি আউটপোস্টের টহলদারি পুলিশ ভ্যানের নজরে পরে দুই যুবককে । তাদের জিজ্ঞাসাবাদ করতেই মেলে অসঙ্গতি । এরপর দেহ তল্লাশি করতেই গৌতম বিশ্বাস এবং পঙ্কজ তালুকদারের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি । গৌতম বিশ্বাস শিলিগুড়ি শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথাভাঙ্গার বাসিন্দা সে শিলিগুড়ির দুর্গানগরে বাড়ি ভাড়া নিয়ে থাকত | পেশায় রিক্সা চালক ।

ধৃত গৌতম বিশ্বাসের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং পঙ্কজ তালুকদারের থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি |

ধৃতরা শিলিগুড়িতে গতকাল রাতে কোন অপরাধমূলক কাজকর্ম ঘটানোর ছক করছিল বলেই পুলিশের অনুমান । ধৃত দু’জনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে পানিটাংকি আউট পোস্টের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *