December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : শহর শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ । ধৃতের নাম অর্জুন প্রসাদ । শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত অর্জুন শিলিগুড়ি পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে , শুক্রবার রাতে ধৃত ওই যুবক কুলিপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল। তার গতি বিধিতে সন্দেহ হতেই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি চালানো হয় । সে সময় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । একটি কার্তুজও মেলে । এরপরই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *