December 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : হরিণের সিং সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ নভেম্বরঃ কোটি টাকার হরিণের সিং সহ দু’জনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ । ধৃতদের নাম গোবিন্দ মণ্ডল ও প্রীতম রায় । গোবিন্দ আমবাড়ি এবং প্রীতম আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা । ধৃতরা একটি ব্যাগে করে হরিণের সিং গুলিকে বিক্রি করতে নিয়ে এসেছিল।

বিষয়টি জানতে পেরে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দ ও প্রীতমকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে তিনটি হরিণের সিং উদ্ধার করেছে পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা । আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *