December 14, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Traffic Problem : টাকার বিনিময়ে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগ

শিলিগুড়ি , ১১ অগাষ্ট : শিলিগুড়ির মহাবীরস্থানে পার্কিং সমস্যা-যানজট , টাকার বিনিময়ে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগ । ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার ব্যবসায়ী ও স্থানীয়রা । ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

মহাবীরস্থানে দীর্ঘদিন ধরে পার্কিং সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে । তারই মাঝে রাস্তার ধারে বসানো হচ্ছে ছোট ছোট দোকান । যে কারনে মাঝেমধ্যেই যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে । যা নিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি সেখানকার । শিলিগুড়ি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহাবীরস্থান হলেও সেখানকার ট্রাফিক ব্যবস্থা বেহাল ।

স্থানীয় ব্যবসায়ী ও ওয়ার্ডবাসীদের অভিযোগ , নতুন করে একাধিক দোকান বসছে । রাস্তায় চলাচল এবং পার্কিং নিয়ে ব্যাপক সমস্যা হচ্ছে । অবৈধভাবে টাকা নিয়ে বসানো হচ্ছে দোকান।সারাদিন টোটো দাঁড়িয়ে থাকে । এরফলে তারা ব্যবসা ঠিক করে করতে পারছেন না বলে অভিযোগ তাদের।

অন্যদিকে মহম্মদ আজাদ বলেন , বহুদিন আগে থেকে এখানে দোকান ছিল তাদের । বাবার শারীরিক অসুস্থ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে দোকান বন্ধ ছিল । বর্তমানে ফের দোকান বসানো হয়েছে ।

এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সম্প্রীতা দাস বলেন , তার কাছে কোন অভিযোগ আসেনি । অভিযোগ এলে বিষয়টি দেখবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *