September 18, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : শাসক গোষ্ঠীর অঙ্গুলি হেলনে প্রশাসন মনোনয়ন পত্র বাতিল করছে : দিলীপ সিং

শিলিগুড়ি , ১৯ জুন : মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তা বাতিল হল আজ এই অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হল বাম প্রার্থী সাদ্দাম হোসেন | পাশাপাশি আদালতের ও দ্বারস্থ হয়েছেন তিনি | অভিযোগ , ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বাম প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দেন | তার বাছাই পর্ব হওয়ার পর তাকে বাতিল করা হয়েছে | আজ তাকে রাজগঞ্জ বিডিও দপ্তর থেকে ফোনে জানিয়ে দেওয়া হয় যে তিনি বাতিল | এরপর তিনি সিদ্ধান্ত নেন আদালতের দ্বারস্থ হবেন | এদিন এ ব্যাপারে তিনি আদলতেও মামলা করেন |

এ ব্যাপারে বাম নেতা দিলীপ সিং বলেন , এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত | তবে তৃণমূল কংগ্রেস যা করছে তা তারা কোন ভাবেই মেনে নেবে না | শাসক গোষ্ঠীর অঙ্গুলি হেলনে প্রশাসন এই কাজ করছে বলে তিনি অভিযোগ করেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *