May 14, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা

Appeal : বাজি বাদ দিয়ে দীপাবলী হোক শুধু উৎসব

শিলিগুড়ি , ৯ নভেম্বর : জীবজন্তু ও পাখিদের রক্ষায় দীপাবলির আলোর উৎসবে রাখার আহ্বান জানান শিলিগুড়ি নেচার ফাউন্ডেশন (নেফ) , কাওয়াখালি বাজি বাজারে সবুজ বাজির নামে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছে বলে জানান সংগঠনের পক্ষে অনিমেষ বসু ।


নিষিদ্ধ বাজি ফাটানোর বিপক্ষে সমাজের সকল গণ‍্যমাণ‍্য ব‍্যক্তি সহ বিশিষ্ট চিকিৎসকরা এই নিষিদ্ধ বাজি ফাটানোর বিপক্ষে রাস্তায় হাঁটবেন আগামীকাল । আজ হিলকার্ড রোডে নেফের কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে হাজির হন ডাঃ শেখর চক্রবর্তী , ডাঃ শঙ্খ সেন , ডাঃ মৃদুলা চ‍্যাটার্জি সহ নাট‍্য ব‍্যক্তিত্ব |

নেফের সম্পাদক কাওয়াখালি বাজি বাজার থেকে বেশকিছু নিষিদ্ধ বাজি সহ অনুমোদন প্রাপ্ত বাজি কিনে আজ সাংবাদিকদের বিস্তারিত এই ব‍্যাপারে জানান । কিভাবে প্রশাসনের নাকের ডগায় ও প্রকাশ‍্যে নিষিদ্ধ বিকোচ্ছে সে প্রশ্ন ছুঁড়ে দেন ।

ডাঃ শেখর চক্রবর্তী বলেন , সকল বাজিতেই দূষণ ছড়ায় এবং শরীরে ক্ষতি হয় । সমাজের সকল স্তরের কাছে অনুরোধ করেন বাজি বাদ দিয়ে আলোর উৎসবকে আলোকিত করে তুলুন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status