May 17, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Government : আদিবাসী সম্প্রদায় মানুষরা পাবেন পাট্টা

শিলিগুড়ি , ৮ অগাষ্ট : রাজ্য সরকারের নির্দেশে চা বাগান এলাকায় যে সকল আদিবাসী সম্প্রদায় মানুষ বসবাস করে তাদের এবার দেওয়া হবে পাঁচ ডেসিমেল করে জমির পাট্টা। আগামী ১৪ তারিখ থেকে সার্ভে শুরু হবে ।

আজ বৈঠকে বিভিন্ন চা বাগানের মালিক , ট্রেড ইউনিয়নের নেতা সহ সকলকে নিয়ে বৈঠক করলেন ফাঁসিদেয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার | এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বি এল আর ও শুভ্রজ্যোতি মজুমদার ,ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা , শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের বোর্ড মেম্বার কাজল ঘোষ , সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা | মোট ১৩ টি চা বাগান রয়েছে । সেইসব এলাকায় সার্ভে করে আগামীতে তাদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে বলে জানান বিডিও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status