October 5, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৯ মে : ভিন্ন কায়দায় মহিষ পাচার , পাচারকারীদের নজরে ডাক পার্সেলের গাড়ি | বদল হয়েছে রুট । ফের আটক ১২ টি মহিষ | গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে ।

খড়িবাড়ি ব্লকের বিহার -বেঙ্গল চেক্করমাড়ি চেকিং পয়েন্টে গোপন সূএে খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ । ডাক পার্সেলের গাড়িতে এবার মহিষ পাচার | তল্লাশি চালিয়ে একটি কন্টেনার থেকে উদ্ধার হয় মহিষ । ঘটনায় গ্রেপ্তার করা হয় চালক ও সহ চালককে । ধৃতরা হল মহম্মদ ইকবাল (৫৮) ও আরিফ (৪২)।

উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । উদ্ধার হওয়া মহিষগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *