November 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Police Case : গ্রেপ্তার হল পুলিশ আধিকারিকের শ্যালক

শিলিগুড়ি , ৩ অগাষ্ট : পরিচারিকাকে বেধড়ক মারধরের অভিযোগে এক পুলিশ আধিকারিকের শ্যালককে গ্রেপ্তার করল পুলিশ । অভিযুক্ত বাপি সরকারকে আজ জলপাইগুড়ি আদালতে তোলে ভক্তিনগর থানার পুলিশ ।

শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের লোয়ার ভানুনগর এলাকার বাসিন্দা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিকের বাড়িতে বেশ কয়েক বছর থেকে কাজ করে আসছিলেন ওই মহিলা । তবে মঙ্গলবার ওই পুলিশ কর্মীর শাশুড়ি ও শ্যালক তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ তোলেন তিনি ।

পরিচারিকা মঙ্গলবারই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ন্যায় বিচারের দাবীতে বুধবার আহত মহিলা ও তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ভক্তিনগর থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় |

অভিযোগ , পুলিশ অফিসারের শ্যালক বাপী এবং তার শাশুড়ি বেল্ট , বাটাম দিয়ে বেধড়ক মারধর করে ওই পরিচারিকাকে ।


যদিও পুলিশ অফিসারের স্ত্রী জানান , তার ভাই ও মায়ের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে । পরিচারিকা ওই মহিলা বাড়িতে চুরি করেছিল । তাকে শুধু চড় মারা হয়েছিল । ওই মহিলা তার স্বামীকে বদনাম করতেই মিথ্যে অভিযোগ করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *