December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : জীবন্ত আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

শিলিগুড়ি , ৪ জানুয়ারী : জীবন্ত আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার | ২২ নম্বর ওর্য়াডের অরবিন্দ পল্লির বাসিন্দা বছর ৮৪ লক্ষ্মী রাণী চক্রবর্তী ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল । ঘটনাটি রাত প্রায় ২টা নাগাদ ঘটে | খবর পেয়ে শিলিগুড়ি থানা থেকে পুলিশ এবং দমকল কর্এমীরা পৌঁছান |

বৃদ্ধা লক্ষ্মী রাণী চক্রবর্তীর ছেলে বাপন চক্রবর্তী (বাবলা) জানান এই বয়েসে আত্মহত্যার প্রশ্ন আসেনা । মা তার নিরামিষ খান | তাই নিজের খাবার বানিয়ে খেতেন । স্টোভে রান্না করতেন।নার্ভের রোগে আক্রান্ত ছিলেন | কিছু দিন আগে খুব অসুস্থ হয়েছিলেন চিকিৎসকদের দেখিয়ে সুস্থ করে আনা হয়েছে ।

বাপনবাবু আরও বলেন মাঝরাতে পাশের বাড়ির চিৎকারে ঘুম ভাঙ্গে এবং ঘর থেকে বেরিয়ে মায়ের ঘর দিয়ে আগুন দেখতে পান । ৮৪ বছর বয়সে অসুস্থ মায়ের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *