December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : জলে ডুবে মৃত্যু কিশোরের

শিলিগুড়ি , ২৯ মে : বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের । ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির ওয়ারিশ জোতে । মৃতের নাম শুভদীপ রায় (১৫)। নবম শ্রেনীর ছাত্র ছিল সে ।
সোমবার দুপুরে পানিট্যাঙ্কি থেকে ওয়ারিশ জোতে পুকুরে স্নান করতে নামে ৫ বন্ধু। আচমকাই একজন জলে ডুবে গেলে চিৎকার শুরু করে অন্য বন্ধুরা । পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে কিশোরের খোঁজ শুরু করে।খবর পেয়ে এস‌এসবি , খড়িবাড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ।

প্রায় ২ ঘন্টার চেষ্টায় কিশোরকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *