শিলিগুড়ি , ৯ জুলাই : সম্প্রীতি শিলিগুড়ি ২৬ নম্বর ওয়ার্ডের এক অবসরপ্রাপ্ত ডিএসপির বাড়ির পাশে অবৈধ নির্মাণ নিয়ে চাঞ্চল্য ছড়ায় শহরে । সেই অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বাড়ির পাশে অবৈধ নির্মাণ হচ্ছে এই অভিযোগ করার পর থেকেই তার ওপর নানা ধরনের হামলা শুরু হয় পুলিশের সহযোগিতা চেয়েও সেই সহযোগিতা পাননি । পরবর্তীতে বাড়ির পাশে অবৈধ নির্মাণ নিয়ে অবসরপ্রাপ্ত ডিএসপি হাইকোর্টের দ্বারস্থ হয় ।
হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় শিলিগুড়ি পুরনিগমকে বোথ পার্টি ইন্সপেকশন করতে । শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে আজ হাইকোর্টের নির্দেশ মতো পার্টি ইন্সপেকশন করা হয় । কিন্তু এখন প্রশ্ন হল যে অবৈধ নির্মাণ নিয়ে এত প্রশ্ন সেখানে একটি মন্দির আছে ।
বাড়ির কর্তার বক্তব্য হাইকোর্ট বা পুরনিগমের যদি ইচ্ছে হয় মন্দির ভাঙ্গার তাহলে ভাঙতে পারে তিনি আপত্তি করবেন না ।
সূত্রের খবর আজ শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশে দু পার্টিকে নিয়ে বোথ ইন্সপেকশন করা হয় এবং সেই রিপোর্ট পাঠানো হবে আদালতে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য।