December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

University : তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি , ২৬ এপ্রিল : ন্যাকের শেষ রিপোর্টে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রেড অবনতি ঘটার পর বিশ্ববিদ্যালয়ের মানন্নোয়ন বৃদ্ধি করতে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বুধবার বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন ।

আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক সহ একাধিক বিষয়ে তথ্য নিয়ে রিপোর্ট পেশ করবে এই বিশেষজ্ঞ কমিটি । বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন ইউজিসির প্রাক্তন সচিব আর কে চৌহান ,পঞ্জাবের চিৎকারা বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা কে কে মিশ্র , হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীরবালা আগর‌ওয়াল ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কে চৌহান বলেন কোভিডের পর বিশ্ববিদ্যালয়ের মান কিভাবে কমল তা দেখতে মূলত সাতটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে নজর দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কি কি খামতি রয়েছে তা তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট তুলে দেওয়া হবে । প্রসঙ্গত ২০২২ সালে শেষ ন্যাক রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের গ্রেড A থেকে কমে B++ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *