December 3, 2024
Sevoke Road, Siliguri
Uncategorized

System : ট্রাফিক ব‍্যবস্থাকে সাজিয়ে তুলতে মিলছে না সমাধান সূত্র

শিলিগুড়ি , ১৫ মে : ট্রাফিক ব‍্যবস্থাকে সাজিয়ে তুলতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা দূর পাল্লার বেসরকারি বাস গুলোকে স্থানান্তরিত করার সঠিক স্থান না মেলায় ২৬ ফেব্রুয়ারির পর বুধবার পুনরায় আলোচনায় বসলেন মেয়র গৌতম দেব ।


শিলিগুড়ি পুরনিগমের মেয়র শহর শিলিগুড়ির ট্রাফিক নানান চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না । বারংবার এই বিষয় নিয়ে আলোচনা করেও কোন ফল বের হয়নি । বুধবার পুরনিগমের সভাকক্ষে তেনজিং নোরগে বাস টার্মিনাস দপ্তরের আধিকারিক , পুলিশ সহ অন্য আধিকারিকদের সঙ্গে আজ মেয়র গৌতম দেব আলোচনায় বসেন | যান নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব‍্যবস্থা নিয়ে আলোচনা করেন ।

বেসরকারি দুরপাল্লার বাস গুলোকে রাস্তার ওপর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকার পরিবর্তে পরিবহন নগরে থাকার কথা বলা হয়েছে । কিন্তু এতে বাস মালিকরা সহমত নয় শহর থেকে দুর হবার জন‍্য । আলোচনা শেষে মেয়র জানান , সব দিক বিবেচনা করা ব্যবস্থা গ্রহণ করা হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *