November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

leopard : খাঁচা বন্দি চিতাবাঘ , আতঙ্ক রয়েছে বাগানে

জলপাইগুড়ি , ৩ অগাস্ট : মাস যেতে না যেতেই আবারও খাঁচা বন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । ফের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচা বন্দি হল চিতাবাঘ । সেখানকার ৮ নম্বর সেকশনে আগে থেকেই পেতে রাখা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ ছাগলের টোপে বন্দি হয় । এর আগে গত ২২ জুলাই ওই বাগানটিরই ১৫ নম্বর সেকশন থেকে একটি চিতাবাঘ ধরা পড়ে ।

বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন , চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর , দিন কয়েক আগেই বাগানের ওই এলাকায় একটি গরু চিতাবাঘ সাবাড় করে দেয়। তখনই ৮ নম্বর সেকশনে খাঁচা পাতার বন্দোবস্ত করে বাগান কর্তৃপক্ষ।

সহকারী ম্যানেজার অশোক ঝা বলেন , ৫ ও ১৯ নম্বর সেকশনেও চিতাবাঘের আনাগোণা টের পাওয়া যাচ্ছে । শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

এদিন ভোরে চিতাবাঘ বন্দি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শয়ে শয়ে স্থানীয় মানুষ সেখানে ভিড় জমাতে থাকেন । খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসে এবং খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যায় । তবে চিতা বাঘ বন্দি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে স্বস্তি মিললেও আতঙ্ক কাটছে না শ্রমিকদের মধ্যে | কারণ বাগানে চিতা বাঘের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে বলে শ্রমিকদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *