September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Hospital : রাতের অন্ধকারে যুবককে ছুরির আঘাত

শিলিগুড়ি , জুন : রাতের অন্ধকারে যুবককে মারধর ও ছুরির আঘাত । নকশালবাড়ির স্কুলডাঙ্গী মোড়ের ঘটনা । শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন সরন বিশ্বশর্মা। স্কুলডাঙ্গী মোড়ে নামার পর বেশকয়েকজন জটলায় জড়িয়ে পড়ে। যুবক পাশ দিয়ে যাবার সময় যুবককে আটক করার পর মারধর ও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বেশ কিছু দুষ্কৃতী বলে অভিযোগ ।

পরে আহতদের দাদা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করে। ঘটনায় দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *