September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ১০ এপ্রিল : চলতি মাসে পর পর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বিবেকানন্দ রোড এলাকায় । প্রায় দুই থেকে পাঁচ তারিখের মধ্যে এই চুরির ঘটনা ঘটে | অভিযোগ দায়ের করে গতকাল রাতে সেই এলাকার বাসিন্দারা ।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে মাল্লাগুড়ি প্রধাননগর রতনলাল বস্তি এলাকা থেকে | তার নাম এমডি আলাথিন (২২ ) । এলাকার বাসিন্দারা অনেকদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ।

তদন্ত করতে গিয়ে করে অভিযুক্হাতকে হাতেনাতে গ্রেপ্তার করে বুধবার মাঝ রাতে | তাকে আজ শিলিগুড়ির আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *