Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ yatri sathi : বাগডোগরায় চালু হল যাত্রী সাথী অ্যাপ
উত্তরবঙ্গ ঘটনা

yatri sathi : বাগডোগরায় চালু হল যাত্রী সাথী অ্যাপ

শিলিগুড়ি , ১২ জুলাই : যাত্রী হয়রানি রুখতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হল যাত্রী সাথী অ্যাপ । শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপের সূচনা হল ।

এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর , ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর , বাগডোগরা বিমানবন্দর ডায়রেক্টর মহম্মদ আরিফ সহ অন্যদের উপস্থিতিতে এর সূচনা হয় । এই অ্যপের মাধ্যমে যাত্রী ও ট্যাক্সি চালকদের মধ্যে এই সম্পর্কে বিশদে জানানো হয় । এর মাধ্যমে অনায়াসে অনলাইনে বুকিং করা সম্ওভব হবে | এছাড়া নিরাপত্তা এবং লাইনে দাঁড়ানোর থেকে রেহাই পাবেন যাত্রীরা । এই পরিষেবার মাধ্যমে দালাল চক্র পুরোপুরি বন্ধ হবে বলে বিমানবন্দরের ডায়রেক্টর জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version