শিলিগুড়ি , ১৩ জুলাই : ইউএস ট্রেড ডলার বিক্রি করার অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ২ । শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও মেডিক্যাল ফাঁড়ি পুলিশের বড় সাফল্য | শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে মেডিক্যাল ফাঁড়ি এলাকার একটি হোটেলে দুই ব্যক্তি উপস্থিত রয়েছে যাদের কাছে ইউএস ট্রেড ডলার রয়েছে । তারা এই ইউএস ট্রেড ডলার বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছে ।
খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা ক্রেতা সেজে অভিযান চালায় মেডিক্যাল ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে মেডিক্যাল সংলগ্ন সেই হোটেলে। অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ১৮৭৬ ইউএস ট্রেড ডলার সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় মেডিক্যাল ফাঁড়ি ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকেরা। যার ভারতীয় বাজার মূল্য আনুমানিক ৭৬ লক্ষ টাকা |
ধৃতদের নাম মহম্মদ শরফুদ্দিন (৫৪) এবং দীপাঞ্জন মজুমদার (৪৮)। জানা যায় তারা দু’জনেই শিলিগুড়ির বাসিন্দা । পুলিশ সূত্রের খবর বহু বছর আগে বিভিন্ন দেশে ইউএস ট্রেড ডলারকে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হতো। বর্তমানে এই ডলার নিজের কাছে রাখা এবং বিক্রি করা আইনি অপরাধ । আজ ধৃত দু’জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । পাশাপাশি এই দু’জন ধৃতের কাছে ইউএস ট্রেড ডলার কোথা থেকে এল এবং কাদের কাছেই বা বিক্রির ছক কোষেছিল তারা তা পুলিশ হেপাজতে নিয়ে জানার চেষ্টা করবে পুলিশ | তদন্ত শুরু করছে মেডিক্যাল ফাঁড়ি ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকরা।