শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : গোপন সূত্রে খবরের ভিত্তিতে কয়েক লক্ষ টাকার বার্মা কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তর । আজ সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে মহম্মদ বক্স মোড় এলাকায় নাকা চেকিং করার সময় এই কাঠ বাজেয়াপ্ত করে পুলিশ ।
একটি কন্টেনার গাড়িকে আটক করে তল্লাশি করে বনদপ্তর । চালকের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেননি গাড়ি চালক । ধৃতের নাম ওয়াসিম খান (৩০) হরিয়ানার বাসিন্দা।
অরুণাচল থেকে এই কাঠ পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্য । বাগডোগরা বনদপ্তরে আধিকারিক সোনাম ভুটিয়া জানেন , তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল । সেই মোতাবেক তারা একটি কন্টেনারকে আটক করে তল্লাশি করে । পাচার চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে তদন্ত করছে বনদপ্তর |