শিলিগুড়ি , ৬ নভেম্বর : বিশ্বজয় করে ঘরের মেয়ে রিচা আগামীকাল ঘরে ফিরছেন । তাকে স্বাগত জানাতে শহরের বিশিষ্টরা বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন | সঙ্গে থাকবেন মেয়র গৌতম দেব ।
এত কম সময়ে এতো বড় কর্মকাণ্ড করা হবে সেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিরোধী দলের কাউন্সিলর , ব্যবসায়ী ,ক্রীড়া ব্যক্তিত্ব ও সাধারণ মানুষদের নিয়ে মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী দীনবন্ধু মঞ্চে মিলিত হয়ে সকলের মতামত শোনেন ।
মেয়র জানান রাতভর কাজ করে সব সম্পূর্ণ করা হবে | প্রথমে বিমানবন্দর থেকে হুট খোলা জিপে পাইলট দিয়ে সারিবদ্ধভাবে নিয়ে আসা হবে তার বাড়িতে । এরপর সেখানে থেকে বাঘাযতীন মাঠ পর্যন্ত সম্পূর্ণ রাস্তা লাল কার্পেট মোড়ানো রাস্তা দিয়ে হাটিয়ে মূল মঞ্চে নিয়ে আসা হবে |
