শিলিগুড়ি , ৭ নভেম্বর : এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এক তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ এর অভিযোগ উঠল | অভিযোগ দায়ের এর কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করল ভক্তিনগর পুলিশ ।
অভিযুক্ত ফুরবা লামা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার |তার বিরুদ্ধে এক তরুণীকে বিখ্যাত করে তোলার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে ।
অভিযোগ , ফুরবা লামা নামে সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির এক তরুণীকে শহীদ নগরে তার ভাড়া করা বাড়ি বা স্টুডিওতে নিয়ে যায় | তার সঙ্গে কাজ করার এবং তাকে বিখ্যাত করার প্রতিশ্রুতি দিয়ে ।
অভিযোগ, তিনি তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করে । গত ৬ নভেম্বর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী । অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় |
অভিযোগ দায়েরের কয়েক ঘন্টা পরেই অভিযুক্ত ফুরবা লামাকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।