Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Richa Ghosh : বিশ্বকাপ জয় করে আজ ভারতের মেয়ে রিচা ঘরে ফিরলেন
উত্তরবঙ্গ ঘটনা

Richa Ghosh : বিশ্বকাপ জয় করে আজ ভারতের মেয়ে রিচা ঘরে ফিরলেন

শিলিগুড়ি , ৭ নভেম্বর : বিশ্ব জয় করে আজ বাড়ি ফিরলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ । দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে সকালে তিনি সরাসরি বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন । সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা ।

এদিনের সংবর্ধনায় রিচার জন্য মানপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | রিচা ঘোষ এসজেডি এর পক্ষ থেকে সোনার চেন উপহার পেল | পুরনিগম দিল সোনার ব্রেসলেট, একটি ঘড়ি , ও মানপত্র।

রিচার আগমনকে ঘিরে উৎসবের আমেজ ছিল শহর জুড়ে । সকাল থেকেই সাজো-সাজো রব রিচা ঘোষের সুভাষপল্লীর বাড়িতে । ফুল দিয়ে সাজানো হয় গোটা বাড়ির বাইরের অংশ।

সবচেয়ে বেশি ব্যস্ত দেখা যায় রিচার মা শম্পা ঘোষকে । প্রথমে রিচার প্রিয় খাবার ফ্রাইড রাইস ও চিলি চিকেন বানানোর পরিকল্পনা থাকলেও পরে রিচা নিজের পছন্দে মেনু পরিবর্তন করে । আজ দুপুরে তার খাবারের তালিকায় ছিল হালকা ডাল , ভাত , শাক-সবজি ও পনির জানান রিচার মা।

বাগডোগরা বিমানবন্দর থেকে বেরোনোর পর থেকেই শুরু হবে রিচাকে ঘিরে নাগরিক সংবর্ধনা ও অভ্যর্থনার ঢলন । বিকেলে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে রিচার সম্মানে আয়োজিত হয় নাগরিক সংবর্ধনা সভা।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে , প্রায় ৫৯ টি সংগঠন ওই নাগরিক সভায় রিচাকে সংবর্ধনা জানায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version