June 30, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Panic : জলপাইগুড়ির খরিয়া গ্রামে ঢিল ছোঁড়ার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী

জলপাইগুড়ি , ১৬ মে : জলপাইগুড়ির খরিয়া গ্রামে ঢিল ছোঁড়ার অত্যাচারে আতঙ্কিত গ্রামবাসী | মহিলারা থানায় অভিযোগ দায়ের করতে আসলেন ব্যাগ ভর্তি পাথর নিয়ে |

বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ির খরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দাদের ঘুম হচ্ছে না । অজ্ঞাত দুষ্কৃতিরা প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুঁড়ছে । এই ঘটনায় এলাকার মানুষ , বিশেষ করে মহিলা ও শিশুরা আতঙ্কিত ।

রোজ রাতের এই ঢিল ছোঁড়ার ঘটনায় মানসিক শান্তি নষ্ট হচ্ছে এলাকার বাসিন্দাদের । বাধ্য হয়ে বেশ কিছু মহিলা ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
তাদের অভিযোগ , সন্ধ্যা নামতেই শুরু হয় ঢিল ছোঁড়া । এতে অনেক বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় বেশ কিছু বাড়িতে শুধুমাত্র মহিলা ও শিশুরা বসবাস করেন। নিয়মিত এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত ।

ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা । দ্রুত দুষ্কৃতদের গ্রেপ্তারের দাবি করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *