শিলিগুড়ি , ৮ মে : দার্জিলিং জেলার থেকে হজ যাত্রীদের জন্য বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্প হয়ে গেল শিলিগুড়ির ৭ নং ওয়ার্ডের সামসিয়া হাই মাদ্রাসা উচ্চতর বিদ্যালয়ে। করোনার অতিমারীতে হজযাত্রা বন্ধ ছিল । পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও শুরু হয়েছে হজ যাওয়ার প্রস্তুতি । ইসলাম ধর্মাবলম্বীদের কাছে হজযাত্রা এক পবিত্র ধর্মীয় তীর্থযাত্রা । সেই মোতাবেক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০২৩ সালে হজ যাত্রীদের জন্য জেলা অনুসারে বিভিন্ন জায়গায় বিশেষ ভ্যাক্সিনেশনের ক্যাম্প করা হয়েছে।
আজ দার্জিলিং জেলার মোট ৩৬ জন হজ যাত্রীদের জন্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ইনফ্লুয়েঞ্জা, মেনিনগো কোক্কাল এবং ওপিভি ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হয়। আজকের এই টিকাকরণ শিবির পরিচালনা করেন অঞ্জুমান খিদমত-এ-খাল্ক।
এই সংস্থার সম্পাদক ফিরোজ আহমেদ খান জানান , এইবার দার্জিলিং জেলা থেকে মোট ৩৬ জন পবিত্র মক্কা এবং মদিনাতে হজ করতে যাবেন। হজে যাওয়ার আগে আজকে এখানে হজ যাত্রীদের জন্য বিশেষ টিকাকরণের ব্যবস্থা করা হয় । জানা গিয়েছে এইবার , হজ যাত্রার জন্য প্রত্যেকের প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ পড়বে ।