শিলিগুড়ি , ২০ জুলাই : শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন ফুলবাড়ীর চুনাভাটি ফুটবল ময়দানে চলছে মঞ্চ তৈরির কাজ । শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখছেন বিজেপি নেতৃত্ব এবং যুব মোর্চা নেতৃত্ব।
চুনাভাটির ময়দানে মঞ্চ পরিদর্শনে এলেন বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন ইন্দ্রনীল।
ইন্দ্রনীল বলেন আদালত এর নির্দেশ মেনেই আগামীকাল আন্দোলন হবে। কিন্তু তৃণমূল কোন নির্দেশই মানে না । তৃণমূল সরকার নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে |