Khabar Samay Bangla Blog ঘটনা Forest : খাঁচা বন্দি চিতাবাঘ , স্বস্তিতে শ্রমিক মহল্লা
ঘটনা

Forest : খাঁচা বন্দি চিতাবাঘ , স্বস্তিতে শ্রমিক মহল্লা

নাগরাকাটা , ২০ জুলাই : গয়েরকাটা চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ | স্বস্তিতে শ্রমিক মহল্লা । রবিবার সাত সকালে চিতা বাঘের খাঁচা বন্দী হবার খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে ভিড় জমায় স্থানীয়রা ।


বিগত কয়েকদিন আগে গয়াকাটা চা বাগানের আংরাভাষা এক সেকশনে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমনে জখম হয়েছিল চারজন চা শ্রমিক । এরপরেই চিতাবাঘের আতঙ্কে ঠিকঠাক কাজ করতে পারছিল না চা শ্রমিকরা । চিতাবাঘের আক্রমণ ঠেকাতে চা বাগানের বিভিন্ন সেকশনে ছাগলকে টোপ বানিয়ে খাচা পাতে বনদপ্তর ।


এরপর রবিবার সকালে বাগান হাসপাতালের পাশে মনিপুর ১ ডিভিসনে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন খাঁচার ভিতর বন্দী হয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর দেওয়া হয় বাগান ম্যানেজমেন্ট এবং বনদপ্তরকে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মোরাঘাট রেঞ্জ , বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তর সহ অন্যরা ।

চিতা বাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর।
মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান , পূর্ণবয়স্ক চিতাবাঘ খাচা বন্দি হয়েছে । তার শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version