শিলিগুড়ি ২ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে সব রাজনৈতিক দল । সেই আবহেই শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল ।
বছরের শুরু থেকেই উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক সফর ও কর্মসূচির তোড়জোড় শুরু করেছে বিরোধী দল বিজেপি । বিজেপির সূত্র বলছে বিজেপির লকেট চট্টোপাধ্যায় আগামী সপ্তাহে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় সফরে আসছেন । পাশাপাশি চলতি সপ্তাহেই অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীরও শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে ।
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও শিলিগুড়িতে জনসভা সহ বিভিন্ন কর্মসূচি নির্ধারিত রয়েছে । অর্থাৎ উত্তরবঙ্গকে শক্ত ঘাঁটি করতে বিজেপি কোমর বেঁধে মাঠে নামছে তা স্পষ্ট ।
অন্যদিকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও । ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন , জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি শিলিগুড়িতে আসবেন । মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচি হিসেবে মহাকাল মন্দিরে শিলান্যাসের কথা রয়েছে । যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি , তবে আগামী সপ্তাহেই তার শিলিগুড়ি সফর কার্যত নিশ্চিত ।
এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে রয়েছেন । শিলিগুড়িতে এসে তিনি একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন । লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রের খারাপ ফলাফল এবং আগের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার সবকটি আসনেই পরাজয় তৃণমূলের কাছে বড় ধাক্কা ছিল । শিলিগুড়ি , মাটিগাড়া ও নকশালবাড়ি সবকটি এলাকাই হাতছাড়া হয়েছিল শাসক দলের ।
তবে পুরনিগম এবং মহকুমা পরিষদ নির্বাচনে মানুষের আস্থা ফের পাওয়ায় এবার সেই ভরসাকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ‘রিপোর্ট কার্ড’ নিয়েই ভোটের লড়াইয়ে নামতে প্রস্তুত দলীয় কর্মীরা। সেই লক্ষ্যেই নবীন ও তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।
এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সমতল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রবাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন কমিটির তালিকা প্রকাশ করেন। দলীয় বিবৃতিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)-এর নির্দেশে জেলা কমিটির পাশাপাশি আঞ্চলিক স্তরে চেয়ারম্যান ও প্রেসিডেন্টদের নামও ঘোষণা করা হয়েছে । একই সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস (সমতল)-এর নতুন কমিটিও গঠিত হয়েছে।
সব মিলিয়ে , বছরের প্রথম দিনেই সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তরবঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল তৃণমূল কংগ্রেস ।
