শিলিগুড়ি , ১৭ নভেম্বর : শ্রমিকদের অধিকার , নিরাপত্তা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার দাবিতে আজ এনজেপিতে অনুষ্ঠিত হল আইএনটিটিইউসি-র শ্রমিক সমাবেশ। উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পাঞ্চল , পরিবহণ ক্ষেত্র ও পরিষেবা সেক্টরের শ্রমিকরা বিপুল সংখ্যায় যোগ দেন এই কর্মসূচিতে ।
সমাবেশের মূল আকর্ষণ ছিলেন আইএনটিটিইউসি-র জাতীয় নেতা ও রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি শ্রমিকদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে কড়া সুরে মত প্রকাশ করেন ।
ঋতব্রতবাবুর কথায়— “বাংলার শ্রমিকরা লড়াই জানে, কাজ জানে, নিজেদের অধিকার ছিনিয়ে আনতেও জানে। দেশের যেখানে শ্রমিকদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে , সেখানে পশ্চিমবঙ্গ শ্রমিক স্বার্থ রক্ষার দৃষ্টান্ত স্থাপন করছে।”
তিনি অভিযোগ করেন , বিভিন্ন শিল্প ক্ষেত্রে বেতন কাঠামো , নিরাপত্তা মান এবং সামাজিক সুরক্ষার নামে কেন্দ্র ক্রমশ শ্রমিকদের সুবিধা সংকুচিত করছে ।
এদিনের সমাবেশে শ্রমিকরা ‘বাংলায় শ্রমিকের অধিকার সবার আগে’—এই অঙ্গীকারকে সামনে রাখেন । উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বও ।
