শিলিগুড়ি , ১৭ নভেম্বর : আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর দীনবন্ধ মঞ্চে শুরু হতে চলেছে ২২তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ । শহরের মেয়র ও চলচ্চিত্র উৎসবের মুখ্য পৃষ্ঠপোষক গৌতম দেব আজ এক সাংবাদিক বৈঠকে চলচ্চিত্র উৎসবের খুঁটিনাটি বিষয় জানান ।
মেয়র জানান , প্রতি বছরের মতো এ বছরও আন্তর্জাতিক মানের একাধিক দেশ-বিদেশের ছবি শহরবাসীর জন্য প্রদর্শিত হবে । তিনি বলেন , “সিনেমা মানুষের সংস্কৃতি, সমাজ ও চিন্তাধারার প্রতিচ্ছবি। শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বহুদিন ধরেই উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করছে । এ বছর উৎসবের পরিধি আরও প্রসারিত হবে।”
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় । উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘AAPISH : The Office’ (বাংলা, ভারত, ১০৪ মিনিট)। উৎসব চলাকালীন নেপাল, ব্রাজিল, শ্রীলঙ্কা, পর্তুগাল, মন্টিনেগ্রো, ইরান, রাশিয়া ও ভিয়েতনাম সহ একাধিক দেশের নামী ছবি প্রদর্শিত হবে প্রতিদিন ৩.৩০, ৪.৩০ এবং ৭টায়।
সিনে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে , প্রতিদিনের এন্ট্রি পাস পাওয়া যাবে ১৯ তারিখ বিকেল ৫টা থেকে। প্রয়োজনে সময়সূচি ও প্রদর্শনীতে ক্ষুদ্র পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়।
প্রেস মিটে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সিনে সোসাইটির সম্পাদক প্রদীপ নাগ-সহ চলচ্চিত্র উৎসব কমিটির অন্যান্য সদস্যরা । প্রদীপবাবু সমস্ত সংবাদমাধ্যমকে উৎসবের প্রতিটি তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন , “সাংবাদিক বন্ধুরা আমাদের উৎসবের শক্তি। তাদের সহযোগিতা ছাড়া উৎসব সফল করা সম্ভব নয়।”
এখন সারা শহরের নজর দীনবন্ধু মঞ্চে । কয়েক দিনের মধ্যেই শুরু হবে এক বর্ণময় আন্তর্জাতিক চলচ্চিত্র যাত্রা ।
