শিলিগুড়ি , ২০ নভেম্বর : সুর তালের মেলবন্ধনে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল ২২ তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহের উপস্থিতিতে শুরু হল ২২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে চলচ্চিত্র উৎসবের শুরুতে সলিল চৌধুরী ,মৃণাল সেন , ঋত্বিক ঘটকের জন্মশত বর্ষে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় শিল্পীরা ।
অতিথিরা জানান , নুতন প্রজন্ম হলে গিয়ে সিনেমা দেখছেন না । তাদের হলে এসে সিনেমা দেখার অনুরোধ জানান তারা । পরিচালক সুদেষ্ণা রায় জানান , কলকাতা চলচ্চিত্র উৎসবের মত ব্যাপ্তি শিলিগুড়ি তে ও হলে অনেক কিছু শেখা যাবে |
